ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বেশি লাভের আশায় আবাসিক ভবনে রাসায়নিকের গুদাম

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৮, ২৬ এপ্রিল ২০২১  
বেশি লাভের আশায় আবাসিক ভবনে রাসায়নিকের গুদাম

বেশি লাভের আশায় পুরান ঢাকার আরমানিটোলার সেই আবাসিক ভবন হাজী মুসা ম‌্যানশনে রাসায়নিক পদার্থের গুদাম করা হয়েছে। র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ তথ‌্য জানিয়েছেন দুই ব‌্যবসায়ী।

সোমবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে বাহিনীর আইন ও গণমাধ‌্যম বিভাগের পরিচালক কমান্ডার খন্দকার আলী মঈন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে বগুড়ার নন্দীগ্রাম ও রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টর থেকে মোস্তাফিজুর রহমান ও মো. মোস্তফাকে গ্রেপ্তার করা হয়। তারা ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। তথ্য প্রযুক্তির সহযোগিতা নিয়ে তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়।’

তিনি আরও বলেন, ‘বংশাল থানায় মামলা হওয়ার পর র‌্যাব তদন্ত শুরু করে। তদন্তে প্রাথমিকভাবে তাদের অবেহলার বিষয়টি স্পষ্ট হয়। আসামিদের থানায় সোপর্দ করা হবে।’

খন্দকার মঈন বলেন, ‘গ্রেপ্তারকৃত ব‌্যবসায়ীরা জানিয়েছেন, বেশি মুনাফার আশায় তারা আবাসিক ভবনে গুদাম ভাড়া নিয়ে রাসায়নিক ও দাহ্য পদার্থ মজুত করেন। তারা ৫-৭ বছর ধরে এ ব্যবসা করছেন। মোস্তাফিজ মঈন অ্যান্ড ব্রাদার্স এবং মোস্তফা মেসার্স আরএস এন্টারপ্রাইজের মালিক। দুটি গোডাউনই হাজী মুসা ম্যানশনের নিচতলায়। ভবনের মালিক ও মামলার অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’  

উল্লেখ‌্য, বৃহস্পতিবার (২২ এপ্রিল) সেহরির কিছু সময় আগে পুরান ঢাকার আরমানিটোলায় ছয় তলা হাজী মুসা ম‌্যানশনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচজন মারা গেছেন। আহত অন্তত ২৩ জন।

এ ঘটনায় শুক্রবার (২৩ এপ্রিল) রাতে ভবনের মালিক ও রাসায়নিক পণ্যের গুদামের মালিকদের আসামি করে মামলা করে পুলিশ। অবহেলাজনিত মৃত্যু ও অবৈধভাবে রাসায়নিকের গুদাম করার দায়ে মামলাটি দায়ের করা হয়।

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়