ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কমলাপুরে রাস্তা অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৬, ১০ মে ২০২১   আপডেট: ২১:৫৭, ১০ মে ২০২১
কমলাপুরে রাস্তা অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

রাজধানীর কমলাপুরে বেতন-বোনাসের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।

সোমবার (১০ মে) বিকেলে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পরে কারখানার মালিকপক্ষের আশ্বাসে রাস্তা থেকে সরে যান তারা।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দক্ষিণ কমলাপুরের বিন্নি গার্মেন্টস অ‌্যান্ড ফ্যাশনের শ্রমিকরা গত এপ্রিল মাসের বেতন এবং ঈদ বোনাস পাননি। তাই সাড়ে চার শতাধিক শ্রমিক রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন।

বিন্নি গার্মেন্টস অ‌্যান্ড ফ্যাশনের অপারেটর রাহেলা বলেন, ‘গত এপ্রিল মাসের বেতন এবং ঈদ বোনাস না দিয়ে মালিকপক্ষ নানা ধরনের টালবাহানা করছে। সোমবার বেতন-বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু মালিকপক্ষের কেউ অফিসে আসেনি। বেতন-বোনাস কীভাবে দেবে, সে ব্যাপারে আমাদের কিছু জানায়নি।’
 আরেক শ্রমিক বিল্লাল বলেন, ‘এ সময় যদি বেতন-বোনাস না পাই, তাহলে আমরা যাব কোথায়? আমাদেরও তো পরিবার-পরিজন আছে।’

জানা গেছে, মালিকপক্ষ ঈদের আগে বকেয়া বেতন ও বোনাস দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখন পালিয়ে বেড়াচ্ছে।

মতিঝিল জোনের ওসি (প‌্যাট্রোল) শহীদ চৌধুরী রাইজিংবিডিকে বলেছেন, ‘মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। তাদের আশ্বাসে শ্রমিকরা রাস্তা থেকে সরে গেছেন।’

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়