ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রিকশাওয়ালাকে মারধরকারী সেই সুলতানের জামিন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৩, ৩০ মে ২০২১  
রিকশাওয়ালাকে মারধরকারী সেই সুলতানের জামিন

রাজধানীর বংশালে রিকশাওয়ালাকে মারধর করেন সুলতান আহমেদ

রাজধানীর বংশালে রিকশাওয়ালাকে মারধরের মামলায় সুলতান আহমেদকে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের ভার্চুয়াল আদালত শুনানি শেষে ৫ হাজার টাকা মুচলেকায় তার জামিনের আদেশ দেন।

রোববার (৩০ মে) আদালতে বংশাল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা হেলাল উদ্দিন এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘২৭ মে সুলতান আহমেদের পক্ষে জামিন আবেদন করে শুনানি করেন অ্যাডভোকেট মেহেদী হাসান বাদল। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করি। আদালত তার জামিনের আদেশ দেন।’

গত ৪ মে বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও লিংক পাঠান একজন সংবাদকর্মী।

ভিডিওতে দেখা যায়, ৪ মে দুপুর দেড়টার দিকে রাজধানীর বংশালে এক রিকশাওয়ালাকে থাপ্পড় মারছেন ও অকথ্য ভাষায় গালিগালাজ করছেন সুলতান আহমেদ। নির্যাতনের একপর্যায়ে রিকশাওয়ালা মাটিতে লুটিয়ে পড়েন এবং জ্ঞান হারান। পথচারীরা ওই রিকশাওয়ালাকে উদ্ধার করেন। পরে সুলতানকে গ্রেপ্তার করে বংশাল থানা পুলিশ। ৫ মে সুলতান আহমেদের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। এর পর থেকে তিনি কারাগারেই ছিলেন। কয়েক দফায় তার জামিন আবেদন করলে তা নামঞ্জুর হয়। ১৯ মে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। তবে, রিকশাচালক আব্দুল হামিদ ওই দিন মামলা করায় সুলতানের জামিন আটকে যায়। পরদিন আদালত রিকশাচালকের করা মামলায় সুলতান আহমেদকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

ঢাকা/মামুন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়