ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মাছের ট্রাকে ২ কোটি টাকার হেরোইন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৫, ১ জুন ২০২১  
মাছের ট্রাকে ২ কোটি টাকার হেরোইন

মাছ বোঝাই ট্রাকে করে হেরোইন পাচারে জড়িত দু'মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় আনুমানিক ২ কোটি ২০ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য হেরোইন জব্দ করা হয়।

মঙ্গলবার (১ জুন) রাতে র‌্যাব-১০ এর মিডিয়া শাখার প্রধান এএসপি এনায়েত কবির সোয়েব জানান, মঙ্গলবার  দুপুরে যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২ কেজি ২ শ' গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা হলো মো. সোহেল রানা ও মো. হুমায়ুন কবীর।

গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল গোলাপবাগ কোয়ালিটি সিএনজি ফিলিং স্টেশন লিমিটেডের সামনে চেকপোষ্ট বসিয়ে রাজশাহী থেকে আসা মাছ বোঝাই মিনি  ট্রাকের গতিরোধ করে। ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়। ট্রাকের সিটের মাঝখান থেকে একটি কালো রংয়ের কাপড়ের ব্যাগের ভেতর রক্ষিত ২১ টি স্বচ্ছ পলিথিনে প্যাক করা হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ২০ লাখ টাকা। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ ট্রাকযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।

ঢাকা/মাকসুদ/ এমএম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়