ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রিমান্ড শেষে আদালতে পরীমনি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ১৩ আগস্ট ২০২১  
রিমান্ড শেষে আদালতে পরীমনি

ফাইল ছবি

মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনিকে দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হয়েছে। পরীমনিকে আর রিমান্ডে নেওয়ার আবেদন করেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরীমনির জামিনের জন্য আবেদন করেছেন তার আইনজীবীরা। 

শুক্রবার (১৩ আগস্ট) বেলা ১১ টা ৪০ মিনিটে তাকে একটি মাইক্রোবাসে করে হাজতখানায় এনেছে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি)। 

আরো পড়ুন:

এর আগে বনানী থানায় করা মাদক মামলায় পরীমনিকে গত মঙ্গলবার দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বিকেলে বনানীর  বাসা থেকে বিপুল পরিমাণ মাদকসহ পরীমনিকে আটক করে র‌্যাব। পরে গ্রেপ্তার দেখিয়ে মাদক মামলায় তাকে প্রথমে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য আবারও ২ দিনের রিমান্ডে নেয় সিআইডি।

মাকসুদ/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়