ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আটক পুলিশ পরিদর্শক সোহেলকে শিগগিরই দেশে আনা হবে : আইজিপি

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৮, ৫ সেপ্টেম্বর ২০২১  
আটক পুলিশ পরিদর্শক সোহেলকে শিগগিরই দেশে আনা হবে : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন বিএসএফের হাতে আটক বনানী থানার পুলিশ পরিদর্শক শেখ মো. সোহেল রানাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তিও আছে। সেক্ষেত্রে তাকে সহসাই দেশে আনা সম্ভব হবে।

রোববার (৫ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে অভিযুক্ত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের কথিত পৃষ্ঠপোষক বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে ৩ সেপ্টেম্বর ভারত-নেপাল সীমান্ত থেকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভারতের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা সীমান্ত থেকে সোহেল রানাকে আটক করে বিএসএফ। এ সময় তার কাছ থেকে পাসপোর্ট, একাধিক মোবাইল ফোন এবং এটিএম কার্ড জব্দ করা হয়। 

সম্প্রতি ই-অরেঞ্জের গ্রাহকরা পণ‌্য সরবরাহ বা টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ করার পর থেকে সোহেল রানা আত্মগোপনে ছিলেন। পরে তিনি দেশ ছেড়ে পালান।

ঢাকা/মাকসুদ/ এমএম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়