ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘সন্ত্রাস ও উগ্রবাদ বৈশ্বিক শান্তির জন্য হুমকি’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৭, ২৫ অক্টোবর ২০২১  
‘সন্ত্রাস ও উগ্রবাদ বৈশ্বিক শান্তির জন্য হুমকি’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলাম (ফাইল ফটো)

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ‘সন্ত্রাস ও উগ্রবাদ বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। সন্ত্রাসবাদ কোনো ধর্ম, বিশ্বাস, সংস্কৃতি, জাতি, গোষ্ঠী বা সমাজের সঙ্গে যুক্ত হতে পারে না।’

সোমবার (২৫ অক্টোবর) রাজধানীতে বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে নিরাপত্তাবিষয়ক সভায় তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘আইনশৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে ঢাকা মহানগরবাসীর জানমাল ও সম্পত্তি রক্ষায় পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পুলিশের সবচেয়ে বড় ইউনিট ডিএমপি। তিন শতাধিক বিসিএস ক্যাডারসহ ৩৪ হাজারের বেশি পুলিশ সদস্য অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছেন এ ইউনিটে। মেট্রোপলিটন পুলিশের বিশেষায়িত ইউনিটের মধ্যে সাইবার ইউনিট, বোম ডিসপোজাল ইউনিট, স্পেশাল অ্যাকশন গ্রুপ, সাইবার সিকিউরিটি টিমসহ বিভিন্ন ইউনিট আছে।’

তিনি আরও বলেন, ‘কূটনীতিকদের নিরাপত্তায় ২০১৩ সালে ডিএমপি কমিশনারের নিবিড় তত্ত্বাবধানে একজন ডেপুটি কমিশনারের নেতৃত্বে ৯৭৯ জন পুলিশ সদস্য নিয়ে গঠিত ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব সময় কূটনীতিকদের সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে। বিভিন্ন স্থাপনাসহ কূটনৈতিক এলাকার সার্বিক নিরাপত্তার জন্য কাজ করছে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ। এ বিভাগের অফিসাররা ২৪ ঘণ্টা কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তরিকতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।’

সভায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়