ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইন-শৃঙ্খলা বাহিনীর পোশাকে টিকটক, যুবক আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৩২, ১৬ নভেম্বর ২০২১  
আইন-শৃঙ্খলা বাহিনীর পোশাকে টিকটক, যুবক আটক

আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয় ও পোশাক পড়ে টিকটক ব্যবহার করে প্রতারণা করার অভিযোগে টিকটক রাজ ওরফে রাকিব নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (১৫ নভেম্বর) রাতে র‍্যাব হেডকোয়ার্টার্সের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এম এম ইমরান খান আরো জানান, 'এ বিষয়ে মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় কারওয়ান বাজার র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

র‍্যাব জানায়, রাকিব দীর্ঘদিন ধরে  আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরে টিকটকের ভিডিও করছে। যা বিভিন্ন সময় সে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে আপলোড করে আসছে। আর এভাবেই সে বিভিন্ন সময় নারীদের সাথে অনৈতিক সম্পক স্থাপন করার পাশাপাশি বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

ঢাকা/মাকসুদ/নাসিম

সর্বশেষ

পাঠকপ্রিয়