ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

হাজি সেলিমের উন্নত চিকিৎসার প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৯, ২২ মে ২০২২   আপডেট: ২১:১৯, ২২ মে ২০২২
হাজি সেলিমের উন্নত চিকিৎসার প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

হাজি সেলিম (ফাইল ফটো)

দুর্নীতির মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত সংসদ সদস্য হাজি সেলিমের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। জেল কোড অনুযায়ী তাকে ডিভিশন-১ এবং উন্নত চিকিৎসা দেওয়ার প্রয়োজনীয়তা থাকলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২২ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক শহিদুল ইসলাম এ আদেশ দেন।

এদিন বিকেল ৩টার কিছু পরে হাজি সেলিম আদালতে আত্মসমর্পণ করেন। হাজি সেলিমের পক্ষে তার আইনজীবী সাঈদ আহমেদ রাজা আপিলের শর্তে জামিন, কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা এবং কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে উন্নত চিকিৎসার আবেদন করেন।

শুনানিতে তিনি বলেন, ‘হাজি সেলিম সংসদ সদস্য। তিনি অসুস্থ। তার জামিন প্রার্থনা করছি। জামিন না হলে তাকে যেন ডিভিশন দেওয়া হয়, পর্যাপ্ত চিকিৎসা পায়; সেই আবেদন করছি।’ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে হাজি সেলিমের চিকিৎসার আবেদন করেন তার আইনজীবী।

দুদকের পক্ষে প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, ‘১০ বছরের সাজা হয়েছে। এখানে জামিনের সুযোগ নেই। তার জামিন সরাসরি নামঞ্জুরের প্রার্থনা করছি। আর ডিভিশন, ট্রিটমেন্টে যে ফ্যাসিলিটি তারা চাচ্ছেন, আদালতের দেওয়ার ক্ষমতা নেই। জেল কোড অনুযায়ী কর্তৃপক্ষ দিতে পারবে।’

উভয় পক্ষের শুনানি শেষে বিচারক বলেন, ‘আসামি ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত। সেহেতু তাকে জামিন দেওয়া সঙ্গত মনে করছি না। জামিন নামঞ্জুর করা হলো। সাজা ভোগের জন্য সাজা পরোয়ানা মূলে আসামিকে কারাগারে প্রেরণ করা হোক।’

ডিভিশন এবং চিকিৎসার বিষয়ে বিচারক বলেন, ‘দাবি মতে আসামি একজন সংসদ সদস্য এবং ভালো চরিত্রের অধিকারী। তার সামাজিক মর্যাদা, যে অপরাধে সাজাপ্রাপ্ত হয়েছেন তার ধরণ ইত্যাদি বিবেচনায় তাকে জেল কোড অনুযায়ী ডিভিশ-১ প্রদান এবং উন্নত মানের চিকিৎসা প্রদানের প্রয়োজনীয়তা থাকলে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হলো।’

মামুন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়