ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩২, ২৮ মে ২০২২   আপডেট: ১৪:৫৯, ২৮ মে ২০২২
ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলের সামনে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

ছাত্রলীগের শহীদুল্লাহ হল শাখার সভাপতি জাহিদুল ইসলাম বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ জুয়েল, সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব, ঢাবি ছাত্রদলের আহবায়ক আক্তার হোসেন, সদস্য সচিব মো. আমানুল্লাহ আমান এর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া, অজ্ঞাত অর্ধশতাধিককে আসামি করা হয়েছে।

শনিবার (২৮ মে) দুপুরে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুত হাওলাদার মামলার বিষয়টি নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন, তদন্ত করে মামলার আসামিদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ও হাইকোর্ট সংলগ্ন এলাকায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। হামলায় প্রায় ২০ জন আহত হন।

আরও পড়ুন: ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদল ধাওয়া পাল্টা ধাওয়া

ঢাকা/মাকসুদ/ইভা  

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়