ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রকৌশলী দেলোয়ার হত্যা মামলার পুনঃতদন্তের আবেদন নাকচ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ৩০ নভেম্বর ২০২২  
প্রকৌশলী দেলোয়ার হত্যা মামলার পুনঃতদন্তের আবেদন নাকচ

গাজীপুর সিটি করপোরেশনের প্রকৌশলী দেলোয়ার হোসেন হত্যা মামলাটি পুনরায় তদন্তের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩০ নভেম্বর) ঢাকার ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলমের আদালত এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী কাওছার আহমেদ এ তথ্য জানান।

আরো পড়ুন:

গত ২৭ জুলাই বাদীপক্ষ থেকে মামলাটি পুনরায় তদন্ত চেয়ে আবেদন করেন। ৩০ অক্টোবর এ বিষয়ে শুনানি শেষে আদালত আদেশের জন্য রাখেন।

মামলা সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি জোনের প্রকৌশলী ছিলেন দেলোয়ার হোসেন। ২০২০ সালের ১১ মে মিরপুরের বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে হত্যাকাণ্ডের শিকার হন তিনি। ওই দিন বিকেল সাড়ে ৩টার দিকে উত্তরার ১৭ নম্বরের ৫ নম্বর ব্রিজের পশ্চিমে একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্ত্রী খোদেজা বেগম ১২ মে তুরাগ থানায় হত্যা মামলা করেন।

গত ৩০ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার পরিদর্শক শেখ মফিজুল ইসলাম তিন জনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন।

অভিযুক্ত তিনজন হলেন-প্রকৌশলী মো. সেলিম ওরফে আনিছ হাওলাদার (৪১), ভাড়াটে সন্ত্রাসী হেলাল হাওলাদার শাহিন (৪৫) ও মাইক্রোবাসের চালক হাবিবুর রহমান খান (৩৫)।

ঢাকা/মামুন/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়