ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছাত্রদলের সাবেক সভাপতি খোকন রিমান্ডে 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৫, ২৯ নভেম্বর ২০২৩  
ছাত্রদলের সাবেক সভাপতি খোকন রিমান্ডে 

রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা নাশকতার মামলায় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

আরো পড়ুন:

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার ইন্সপেক্টর মো. সোহেল সারোয়ার আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী, সাজ্জাদ হোসেন, জিল্লুর রহমানসহ আরও অনেকেই রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। 

উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

হাতিরঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর সাইফুর রহমান রিমান্ডের তথ্য নিশ্চিত করেন। 

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে হাতিরঝিল এলাকায় ফজলুর রহমান খোকনের বাসার কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাশকতা চেষ্টার সময় পুলিশের তাড়া খেয়ে অন্যরা পালানোর সময় তাকে আটক করা হয় বলে পুলিশ জানায়।

ঢাকা/মামুন/এনএইচ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়