ঢাকা     বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৫ ১৪৩১

হত্যা মামলায় গ্রেপ্তার বিচারপতি মানিক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩০, ১৯ সেপ্টেম্বর ২০২৪  
হত্যা মামলায় গ্রেপ্তার বিচারপতি মানিক

রাজধানীর ধানমন্ডিতে কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমানের আদালত শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার সাব-ইন্সপেক্টর খোকন মিয়া বিচারপতি মানিককে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে মানিকের পক্ষে আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করেন।

গত ২৩ আগস্ট সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় রাত সাড়ে ৯টার দিকে শামসুদ্দিন চৌধুরী মানিককে স্থানীয় জনতার সহায়তায় আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরেরদিন সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে সিলেটের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর বিচারক আলমগীর হোসাইন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।১৭ সেপ্টেম্বর সিলেট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস তার জামিন মঞ্জুর করেন। তবে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় কারামুক্ত হতে পারেননি।পরে সিলেট থেকে মঙ্গলবার রাতে তাকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। বুধবার রাজধানীর ৬ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

জানা যায়, গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানা এলাকার ছাত্র-জনতার আন্দোলনে যোগ দেয় আব্দুল মোতালিব নামে এক কিশোর। পরে বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় সে। এ ঘটনায় গত ২৬ আগস্ট নিহতের পিতা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।

মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এই মামলার ২২ নম্বর এজাহারনামীয় আসামি মানিক।

/মামুন/সাইফ/


সর্বশেষ

পাঠকপ্রিয়