শিক্ষার্থী আটকে উত্তরা পশ্চিম থানায় হামলা: এসআই প্রত্যাহার

চাঁদাবাজির অভিযোগে তিন শিক্ষার্থীকে আটক করায় রাজধানীর উত্তরা পশ্চিম থানায় হামলা-ভাঙচুর চালিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতাকর্মীরা। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানার এসআই আবু সাঈদকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এর আগে তারা উত্তরা পূর্ব থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে আটক তিন জনকে ছেড়ে দেয় পুলিশ।
উত্তরা বিভাগের উপ-কমিশনার রওনক জাহান জানান, এ ঘটনায় উত্তরা পশ্চিম থানার এসআই আবু সাঈদকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরা-১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউ সড়কের একটি রেস্তোরাঁয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তরা পশ্চিম থানা কমিটি গঠনের লক্ষ্যে বৈঠক ছিল। বৈঠক চলাকালে বিকেল ৫টার দিকে উত্তরা পশ্চিম থানার এসআই আবু সাঈদের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে যায়। তারা একে একে সবার নাম জানতে চান। এর পর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) ছাত্র আসিফুল হক রবিন, উত্তরা টাউন ডিগ্রি কলেজের আকাশ, গাজীপুর বিএএসটির ছাত্র বাপ্পী খানকে আটক করেন।
ওই সময় তারা জানান, পুলিশের উপ-কমিশনারের নির্দেশে তাদের থানায় নেওয়া হচ্ছে। উত্তরা পূর্ব থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন শিক্ষার্থীরা। তারা বিকেল সাড়ে ৫টার দিকে উত্তরা পূর্ব থানা ঘেরাও করে স্লোগান দেন এবং আটকদের ছেড়ে দেওয়ার দাবি জানান। পরে সন্ধ্যা ৭টার দিকে তারা উত্তরা পশ্চিম থানায় হামলা চালান। এ সময় তারা বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়। এ সময় আহত হন উত্তরা পশ্চিম থানার এএসআই মহাদেব।
ঢাকা/মাকসুদ/ইভা