ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজধানীতে শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ, গৃহকর্তা গ্রেপ্তার

প্রকাশিত: ২০:৪২, ১১ মে ২০২৫   আপডেট: ২০:৪৩, ১১ মে ২০২৫
রাজধানীতে শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ, গৃহকর্তা গ্রেপ্তার

রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকার ম্যাপ। ছবি: গুগল

রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকার এক শিশু গৃহকর্মীকে (১২) ধর্ষণের অভিযোগে মাসুদ রানা (৪৫) নামে এক গৃহকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১১ মে) দুপুরে ভিকটিম গৃহকর্মীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করা হয়েছে। এর আগে শনিবার রাতে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, “খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রীর একটি বাসায় ১২ বছর বয়সী গৃহকর্মীকে ধর্ষণের ঘটনায় একটি মামলা করেছে ভুক্তভোগী শিশুটির বাবা। এ ঘটনায় ওই বাসায় গৃহকর্তা মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে এবং গ্রেপ্তার মাসুদকে আদালতে পাঠানো হয়েছে।”

ওসি আরো বলেন, “এ মাসের শুরুতে মাসুদ নামে ওই ব্যক্তির বাসায় কাজ করতে যায় শিশুটি। গত ২ মে রাতে ওই শিশুকে ধর্ষণ করে। পরে বিষয়টি পরিবারকে জানালে শনিবার রাতে মামলা করে শিশুটির বাবা।”

মামলায় বাদী উল্লেখ করেন, তিনি পেশা একজন রিকশাচালক। তার শ্বশুরবাড়ির আত্মীয় মাসুদ রানা নামের ওই ব্যক্তির বাসায় মেয়েকে কাজে দেন। পরে শাহ আলম তার মেয়ের সঙ্গে ফোনে কথা বলতে চাইলে ভিকটিম গৃহকর্মী জানায় সেখানে আর কাজ করতে চায় না। এরপর তাকে বাসায় নিয়ে এলে সে খাওয়া দাওয়া করে না ঠিকমতো। এরপর পাশের এক প্রতিবেশীর কাছে সে জানায় ওই বাসার মাসুদ রানা তার সঙ্গে খারাপ কাজ করেছে।

এ ঘটনায় গৃহকর্তা মাসুদ রানার বিরুদ্ধে মামলা করেন তিনি। এ মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

ঢাকা/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়