পুলিশের অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৫৬৭

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৫৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৩ জুন) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১২৩ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৪৪৪ জন।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগরের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, অভিযানে একটি রিভলভার, একটি এলজি, একটি ওয়ান শুটারগান, ১৩ রাউন্ড গুলি, দুই রাউন্ড গুলির খোসা ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।
ঢাকা/এমআর/এসবি