ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হিরো আলমকে হত্যাচেষ্টা: জামিন পেলেন রিয়া মনি ও কামরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৬, ২২ জুন ২০২৫  
হিরো আলমকে হত্যাচেষ্টা: জামিন পেলেন রিয়া মনি ও কামরুল

আদালত প্রাঙ্গণে হাস্যোজ্জ্বল ছিলেন হিরো আলমের তৃতীয় স্ত্রী রিয়া মনি

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে হত্যাচেষ্টা মামলায় তার তৃতীয় স্ত্রী রিয়া মনি এবং রিয়ার বন্ধু কামরুল ইসলাম রিয়াজকে জামিন দিয়েছেন আদালত।

রবিবার (২২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এক হাজার টাকা মুচলেকায় আগামী ধার্য তারিখ ২৭ জুলাই পর্যন্ত তাদের জামিনের আদেশ দেন। 

আরো পড়ুন:

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই মো. মোস্তানছির বিল্লাহ আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিদের পক্ষে তাদের আইনজীবী আতিকুর রহমান খান জামিন চেয়ে আবেদন করেন। বাদীপক্ষে অ্যাডভোকেট মিজানুর রহমান জামিনের বিরোধিতা করেন। 

জানা গেছে, রিয়া মনি সম্পর্কে হিরো আলমের তৃতীয় স্ত্রী। গত ২১ জুন বিকেল ৪টার দিকে হাতিরঝিল থানাধীন এলাকায় ভাড়া বাসায় হিরো আলম গিয়ে দেখেন,  রিয়া মনি এবং রিয়াজ রুমের ভেতর দরজা বন্ধ অবস্থায় রয়েছেন। তখন হিরো আলম তার স্ত্রী রিয়া মনি ও রিয়াজকে একসঙ্গে বেড রুমে অবস্থানের কারণ জিজ্ঞাসা করেন। তারা কোনো সঠিক উত্তর দিতে পারেনি। এসময় রিয়া মনি তার (হিরো আলম) ওপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। 

একপর্যায়ে রিয়া মনি এবং পলাতক আসামি আবদুল্লা হত্যার উদ্দেশ্যে কাঠের লাঠি দিয়ে হিরো আলমের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে মারধর করেন। রিয়ার নির্দেশে রিয়াজ গলা চাপ দিয়ে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। তখন তারা হিরো আলমের গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন কৌশলে চুরি করে নেয়। শনিবার হিরো আলম বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেন। 

ঢাকা/এম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়