ঢামেক পুলিশ বক্সের পাশ থেকে দুই মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের পেছনে পুলিশ বক্সের পাশ থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩০ জুন) দুপুরে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আইয়ুব আলীর সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এখন সেগুলো জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন আলামত সংগ্রহ করছে।’’
ঢাকা/এমআর/বুলবুল/রাজীব