ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন জাহাঙ্গীর কবির

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৯, ৮ জুলাই ২০২৫  
অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন জাহাঙ্গীর কবির

মো. জাহাঙ্গীর কবির

ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) মো. জাহাঙ্গীর কবিরকে কারা সদর দপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি প্রিজনস) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশক্রমে সোমবার (৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ-আল-আসাদের স্বাক্ষরে পদোন্নতির এ প্রজ্ঞাপন জারি করা হয়।

২০০৮ সালে মুন্সিগঞ্জ জেলা কারাগারে জেল সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন জাহাঙ্গীর কবির। এরপর ধাপে ধাপে সিনিয়র জেল সুপার, এআইজি (উন্নয়ন), ডিআইজি হিসেবে বিভিন্ন কারা অঞ্চলে দায়িত্ব পালন করেন। কাশিমপুর, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা ও ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে দায়িত্ব পালনকালে তিনি প্রশাসনিক দক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে প্রশংসিত হন।

২০১৯ সালে ডিআইজি পদে পদোন্নতির পর বরিশাল ও ময়মনসিংহ বিভাগে দায়িত্ব পালনের পর ২০২৪ সালের আগস্টে তাকে ঢাকা বিভাগে ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর কবির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিজীবনে তিনি দুই সন্তানের জনক।

ঢাকা/এমআর/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়