ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিআইডির অ্যাডিশনাল এসপি মশিউর গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫১, ৩০ অক্টোবর ২০২৫  
সিআইডির অ্যাডিশনাল এসপি মশিউর গ্রেপ্তার

এসপি মো. মশিউর রহমান। ফাইল ছবি

বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের ঘনিষ্ঠ সহযোগী ও অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত অ্যাডিশনাল এসপি মো. মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি প্রধান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মশিউরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের মামলা রয়েছে। এ মামলায় তাকে ট্রাইব্যুনালে আনা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।

প্রসিকিউশন জানায়, মশিউর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে দায়ের হওয়া গুমের একটি মামলা রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে তাকে শিগগিরই ট্রাইব্যুনালে হাজির করা হবে।

ঢাকা/এমআর/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়