ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পূজায় পাতে রাখুন শিউলি ফুল আর ছানার পোলাও

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ২ অক্টোবর ২০২৪   আপডেট: ১২:০১, ২ অক্টোবর ২০২৪
পূজায় পাতে রাখুন শিউলি ফুল আর ছানার পোলাও

ছবি: সংগৃহীত

এই পূজায় পাতে রাখতে পারেন শিউলি ফুল আর ছানার সুগন্ধি পোলাও।  রইলো রেসিপি।

উপকরণ: সুগন্ধি আতপ চাল: ২ কাপ, তাজা বা শুকনো শিউলি ফুলের বোঁটা: ১ কাপ (শুকনো হলে ৩ টেবিল চামচ),  আস্ত গরম মশলা: এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি সামান্য পরিমাণে, কাজুবাদাম: এক মুঠো,  কিশমিশ সাত-আটটি, চিনি: ২ টেবিল চামচ,  ঘি: ২ টেবিল চামচ, পানিঝরানো ছানা: ১ কাপ, আদা কুরোনো: দে়ড় চামচ,  চিনি: আধা চামচ,  ময়দা: ১ চামচ, লবণ স্বাদমতো, ঘি/ সাদা তেল: ভাজার জন্য, তবক : ২ পাতা।

আরো পড়ুন:

প্রণালী: চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। এবার  শিউলি ফুলের বোঁটা ধুয়ে সামান্য থেঁতো করে ২ কাপ গরম পানিতে ভিজিয়ে রাখুন ৩০ মিনিট। ছানা ভালো করে ৫ মিনিট মাখুন। দানাভাব চলে গেলে বাকি উপকরণ মিশিয়ে ছোটো ছোট গোল বলের মতো বানিয়ে নিন। এ পর্যায়ে তেলে সামান্য নেড়েচেড়ে তুলে নিন। কয়েকটিতে তবক লাগিয়ে রুপালি রং আনুন। ঘি গরম করে কাজুবাদাম হালকা ভেজে নিন। ওই ঘিতেই সমস্ত আস্ত গরম মশলা থেঁতো করে দিন। সুগন্ধ ছড়ালে চাল দিয়ে নাড়াচাড়া করুন। চাল হালকা ভাজা হয়ে গেলে ভিজিয়ে রাখা শিউলি ফুলের পানি ছেঁকে দিয়ে দিন। লবণ দিয়ে দম কমিয়ে ঢাকা দিয়ে রান্না করুন ১২-১৪ মিনিট। এরপরে ভাত নরম হলে ভাতের ওপরে ছানার কোফতা, কাজু ছড়িয়ে দিন। এরপর ঢেকে রান্না করুন আরও দুই মিনিট। চুলা বন্ধ করে দিয়ে আরও ৫ মিনিটের মতো দমে রাখুন। 

গরম গরম পরিবশেন করুন।

লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়