ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঠোঁটে কালো দাগ হওয়ার কারণ ও প্রতিকার

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৪, ১৮ এপ্রিল ২০২৫   আপডেট: ১২:১৫, ১৮ এপ্রিল ২০২৫
ঠোঁটে কালো দাগ হওয়ার কারণ ও প্রতিকার

ছবি: প্রতীকী

সাধারণত মেয়েদের ক্ষেত্রে দেখা যায়, ডার্ক লিপস্টিক অথবা ম্যাট কালারের লিপস্টিক দীর্ঘদিন ব্যবহারের কারণে ঠোঁট কালো হয়ে যায়। কারণ এতে ক্ষতিকর কিছু হেভি মেটাল থাকে। এই মেটালগুলো আমাদের লিপ কালার অ্যানার্জিক রিয়্যাকশনের মাধ্যমে কালো করে ফেলে।

ডা. সিনথিয়া আলম বলেন, ‘‘লিপস্টিকে ‘মিথাইল প্যারাবেন’ নামক একটি মেটাল আছে, যার প্রভাবে ঠোঁট কালো হতে পারে। এছাড়াও আরও অনেক কারণে ঠোঁট কালো হয়, বংশগত কারণে ঠোঁট কালো হতে পারে। স্মোকিংয়ের জন্যও ঠোঁট কালো হতে পারে। আবার অনেকের পানি কম পান করার অভ্যাস থাকে। দেখা যায়, ল্যাক অব হাইড্রেশনের কারণে ঠোঁট কালো হয়। কোনো কোনো রোগের কারণেও ঠোঁট কালো হতে পারে। ’’

আরো পড়ুন:

এই চিকিৎসকের পরামর্শ:
১. ডার্ক লিপস্টিক বা ম্যাট লিপস্টিক ব্যবহার করা থেকে বিরত থাকার চেষ্টা করতে পারেন। 
২. পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। 
৩. দীর্ঘ সময় ঠোঁটে লিপস্টিক লাগিযে রাখা যাবে না।
৪. ব্যালেন্স ডায়েট মেইনটেইন করতে হবে।
৫. যে লিপবাম ব্যবহার করবেন, খেয়াল রাখবেন সেটা যেন মেয়াদোত্তীর্ণ না হয়।

এ ছাড়া কেমিকেল ফিলিং এবং লেজার ট্রিটমেন্টের মাধ্যমে ঠোঁটের কালো দাগ দূর করা যায়। 

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়