ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাকা চুল কালো করার ঘরোয়া উপায় জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৯, ৪ জুলাই ২০২৫   আপডেট: ০৮:৫৮, ৪ জুলাই ২০২৫
পাকা চুল কালো করার ঘরোয়া উপায় জেনে নিন

ছবি: প্রতীকী

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রথমে চুল ধূসর হয় তারপর পাকতে শুরু করে। অনেক সময় কম বয়সীদের চুলও পেকে যায়। চুল পেকে যাওয়া রোধে রাসায়নিক উপাদান ব্যবহার না করে প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারেন। কোন উপাদান চুলে কীভাবে ব্যবহার করবেন জেনে নিন।

আমলকি প্যাক
আমলকিতে রয়েছে ভিটামিন সি। এই ভিটামিন চুলের জন্য খুব উপকারী। চুলের গোড়া শক্তিশালী করে তুলতেও আমলকির গুরুত্ব অপরিসীম। চুলের কালো রং বজায় রাখতে ব্যবহার করতে পারেন আমলকির প্য়াক।

আরো পড়ুন:

আমলকির গুঁড়ো ও কারিপাতা বাটা একসঙ্গে মিশিয়ে মাথায় মাখুন। ৩০ মিনিট মতো রেখে ধুয়ে ফেলুন। চুল কালো হবে।

তুলসি হেয়ার প্যাক
তুলসি পাতাও চুলের জন্য দারুণ উপকারী। এই পাতাতেও রয়েছে ভিটামিন সি। এই উপাদান চুল কালো করতে তুলসি বেশ কার্যকরী।

তুলসির হেয়ার প্যাক বানানোর জন্য চা পাতা এবং তুলসি পাতা মিক্সিতে বেটে পেস্ট করে নিন। এই পেস্ট চুলের ধূসর অংশে লাগান। কালো ভাব ফিরে আসবে।

হেনা হেয়ার প্যাক
হেনা প্রাকৃতিক রং। এতে কোনো ক্ষতিকর কেমিক্যাল থাকে না। সাদা রঙের চুল ঢাকতে হেনা দারুণ উপকারী।  হেনা দিয়ে চুলের যত্ন নেওয়া অনেক পুরোনো রীতি। অনেকেই হেনা দিয়ে নানা হেয়ারপ্যাক তৈরি করেন। তবে চুল কালার করার জন্য হেনার সঙ্গে মেশান কফি।

প্রথমে এক টেবিল চামচে কফির গুঁড়ো পানিতে ফুটিয়ে তাতে হেনা পাউডার মিশিয়ে ঘন পেস্ট করে নিন। এই পেস্ট চুলের গোড়ায় ভালো করে মেখে নিন। কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে নিন। হেনা হেয়ার প্যাক মাসে দুইবার ব্যবহার করলেই চুল কালো এবং সিল্কি থাকবে।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়