ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৫-৪-৩-২-১ পদ্ধতিতে ব্যাগ গোছানোর নিয়ম 

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০০, ২৯ আগস্ট ২০২৫   আপডেট: ১৫:০৪, ২৯ আগস্ট ২০২৫
৫-৪-৩-২-১ পদ্ধতিতে ব্যাগ গোছানোর নিয়ম 

ছবি: প্রতীকী

দূরে কোথাও বেড়াতে যাওয়ার সময় ব্যাগ গোছাতে গেলে বিপদে পড়তে হয়। ঠিকঠাক মতো সবকিছু গুছিয়ে নেওয়ার জন্য ৫-৪-৩-২-১ পদ্ধতি অনুসরণ করতে পারেন। জেনে নিন উপায়। 

পোশাক
কোথায় যাচ্ছেন, কতদিন থাকবেন, কি কি পোশাক লাগবে এগুলো আগে ঠিক করুন। যেখানে যাচ্ছেন সেখানকার আবহাওয়া কেমন- এই বিষয় বিবেচনায় নিয়ে, মোট কথা প্রয়োজনের কথা মাথায় রেখে পোশাক গুছিয়ে নিন। সেক্ষেত্রে পোশাকের সংখ্যা যেন পাঁচের বেশি না হয়। 

আরো পড়ুন:

জুতা
কোথাও বেড়াতে যাচ্ছেন মানে, সেখানে কাছে-দূরে কোথায় যেতে হবে, ভাবুন। আপনি যাচ্ছেন অবসর উদযাপনে, সেই উদযাপনটা যাতে ভুল জুতার জন্য নষ্ট হয়ে না যায়। এক জোড়া জুতা পরে যাবেন। এরপর সেখানে গিয়ে পরার জন্য স্নিকার, স্যান্ডেল এবং জুতা নেবেন। যদি দুই জোড়া জুতা নিয়ে প্রয়োজন পুরণ হয় তাহলে চার জোড়া জুতা নেওয়ার কোনো প্রয়োজন নেই। 

অন্যান্য জিনিস ৩
ধরুন— টুপি, ছাতা, বেল্ট, সানগ্লাসের মতো জিনিস খুবই প্রয়োজনীয়গুলো সঙ্গে রাখুন। তবে এই জিনিসগুলোর মধ্যে একটার বিকল্প আরেকটা খুঁজুন। যেমন টুপির বদলে সানগ্লাস নিতে পারেন। 

ব্যাগ গোছানোর সময় খেয়াল করতে হবে একটি জিনিস যদি দুইটি প্রয়োজন পূরণ করে তাহলে সেই জিনিসটিকে প্রাধান্য দিতে পারেন।  

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়