ঢাকা     মঙ্গলবার   ২১ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

আগুনে দগ্ধ সাংবাদিক নান্নু আইসিইউতে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২১, ১২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আগুনে দগ্ধ সাংবাদিক নান্নু আইসিইউতে

সিনিয়র সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নুর বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।   এ ঘটনায় দগ্ধ নান্নুকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বলেন, তার (নান্নু) শরীরের প্রায় ৬০ শতাংশের মতো পুড়ে গেছে।  তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।

নান্নুর স্বজনরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত একটার দিকে রাজধানীর বাড্ডার আফতাবনগরে নিজ বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লাগে। দ্রুত আগুন নির্বাপন হলে দগ্ধ হন নান্নু।

উল্লেখ্য, গত জানুয়ারিতে নান্নুর বাসায় এসি বিস্ফোরণের পর তা থেকে ছড়িয়ে পড়া আগুনে দগ্ধ হয়ে মারা যান তার একমাত্র ছেলে স্বপ্নিল আহমেদ পিয়াস।

প্রসঙ্গত, মোয়াজ্জেম হোসেন নান্নু দৈনিক যুগান্তরের সিনিয়র ক্রাইম রিপোর্টার এবং ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক।



মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়