ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শহীদদের প্রতি ডিআরইউয়ের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৭, ১৬ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৮:১৭, ১৬ ডিসেম্বর ২০২০
শহীদদের প্রতি ডিআরইউয়ের শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

বুধবার (১৬ ডিসেম্বর)  সংগঠনের সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খানের নেতৃত্বে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ডিআরইউ নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় ডিআরইউয়ের সহ-সভাপতি ওসমান গনি বাবুল, যুগ্ম সম্পাদক আরাফাত দাড়িয়া, অর্থ সম্পাদক শাহ আলম নূর, দপ্তর সম্পাদক মো. জাফর ইকবাল, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা, কার্যনির্বাহী সদস্য এম এম জসিম, আজিজুর রহমান (রহমান আজিজ), রুমানা জামান, মো. মাহবুবুর রহমান, রফিক রাফি, নার্গিস জুঁই, সাবেক সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম হাসিব, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, সাবেক কার্যনিবাহী সদস্য আয়াতুল্লাহ আক্তারসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে ডিআরইউ নেতারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এতে বক্তব্য রাখেন ডিআরইউয়ের সভাপতি মুরসালিন নোমানী, সহ-সভাপতি ওসমান গনি বাবুল, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, জাবির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান উজ্জল মণ্ডল, ডিআরইউয়ের যুগ্ম সম্পাদক আরাফাত দাড়িয়া ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু। 

এছাড়া জাবি সাংবাদিক সমিতির সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মো. মাহবুব, জাবি প্রেসক্লাবের সভাপতি মো. মুসা প্রমুখ বক্তব্য রাখেন।  সভা সঞ্চালনা করেন ডিআরইউয়ের কার্যনির্বাহী সদস্য এম এম জসিম।

এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে আজ নসরুল হামিদ মিলনায়তনে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ‘গেরিলা’ প্রদর্শিত হয়। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে চলচ্চিত্র ‘জয়যাত্রা’ ও ‘আগুনের পরশমনি’ প্রদর্শিত হবে। কর্মসূচির শেষ দিন ১৮ ডিসেম্বর  বিকাল ৩টায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে আলোচনায় অংশ নেবেন সংগঠনের সিনিয়র সদস্যরা।

আসাদ/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়