ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মেট্রোপলিটন প্রেস ক্লাবের মানববন্ধন

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৯, ১১ আগস্ট ২০২৫   আপডেট: ২১:০১, ১১ আগস্ট ২০২৫
সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মেট্রোপলিটন প্রেস ক্লাবের মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে মেট্রোপলিটন প্রেস ক্লাব।

সোমবার (১১ আগস্ট) রাজধানীর উত্তরার আজমপুরে এ মানববন্ধন করা হয়। মেট্রোপলিটন প্রেস ক্লারের সাধারণ সম্পাদক মিজান বিন নূরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কে আর খান মুরাদ, মাসুদ পারভেজ, শহিদুল ইসলাম, ইত্তেখার, জাহিদ হাসান, মোহাম্মদ আমিনুল ইসলাম, সেলিম খন্দকার, মনীর চৌধুরী, কামাল খান প্রমুখ। 

আরো পড়ুন:

মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি এইচ আর হাবিব বলেছেন, তুহিনসহ সারা দেশে অন্য সাংবাদিকদের হত্যা ও নির্যাতনের বিচার না হওয়া পর্যন্ত গণমাধ্যমকর্মীরা রাজপথে থাকবেন। 

গত ৭ আগস্ট (বৃহস্পতিবার) সন্ধ্যায় গাজীপুরের চন্দনা চৌরাস্তা এলাকায় বাদশা নামের এক ব্যক্তি ব্যাংক থেকে ২৫ হাজার টাকা তুলে ফিরছিলেন। পথে গোলাপী নামের এক নারী তাকে ফাঁদে ফেলে প্রতারণার (হানিট্র্যাপ) চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে বাদশা গোলাপীর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং তাকে ধাক্কা দিয়ে সরে আসতে চান। এ সময় আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা বাদশাকে কোপাতে শুরু করেন। প্রাণ বাঁচাতে বাদশা দৌড় দিলে ঘটনাটি পেশাগত দায়িত্বে ভিডিও করেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। ভিডিওটি দেখে ফেলেন আসামিরা। তারা তুহিনকে ভিডিওটি মুছে ফেলতে বলেন। কিন্তু, তুহিন এতে রাজি হননি। একপর্যায়ে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তুহিনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান।

ঢাকা/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়