ঢাকা     শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

চতুর্থ রাউন্ডে চতুর্থ দিনের খেলা শুরু

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৫, ৯ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চতুর্থ রাউন্ডে চতুর্থ দিনের খেলা শুরু

ক্রীড়া প্রতিবেদক: ওয়ালটন আইওটি স্মার্ট ফ্রিজ ১৯তম জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে চতুর্থ দিনের খেলা শুরু হয়েছে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে লড়ছে ঢাকা মেট্রো ও চট্টগ্রাম বিভাগ। দ্বিতীয় ইনিংসে ১৮৩ রানের লিড নিয়ে ব্যাটিং করছে ঢাকা মেট্রো। ঢাকা মেট্রোর করা ৩৬৯ রানের জবাবে প্রথম ইনিংসে চট্টগ্রাম করেছিল ২৬১ রান। সোমবার ১০৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ঢাকা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৭৫ রান।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগের ম্যাচটি বৃষ্টির কারণে বন্ধ রয়েছে।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রংপুর বিভাগের বিপক্ষে ব্যাটিং করছে খুলনা বিভাগ। ২২ রানে চতুর্থ দিনের খেলা শুরু করেন রবিউল ইসলাম রবি ও মেহেদী হাসান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত খুলনার সংগ্রহ ৭৭ রান। দুই উদ্বোধনী ব্যাটসম্যান এখনও ব্যাটিং করছেন।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সিলেট বিভাগের বিপক্ষে ব্যাটিং করছে রাজশাহী বিভাগ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাজশাহীর রান ৭ উইকেটে ৩৭০। ১৪৯ রানের লিড পেয়েছে তারা। আগের দিন ৮২ রানে অপরাজিত ছিলেন জুনায়েদ। সেঞ্চুরি তুলে নেওয়ার সুবর্ণ সুযোগ ছিল তার সামনে। কিন্তু ৮৯ রানে আউট হন বাঁহাতি ব্যাটসম্যান।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ অক্টোবর ২০১৭/ইয়াসিন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়