ঢাকা বিভাগ থেকে আলাদা হতে চায় না টাঙ্গাইল
নাসির || রাইজিংবিডি.কম
টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগের সঙ্গে রাখার দাবিতে সংবাদ সম্মেলন (ছবি : মেহেদী জামান)
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ইতিহাস-ঐতিহ্যের কথা বিবেচনায় নিয়ে জেলাটিকে ঢাকা বিভাগের সঙ্গেই যুক্ত রাখার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন টাঙ্গাইল নাগরিক কমিটির নেতারা।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে টাঙ্গাইল নাগরিক কমিটি আয়োজিত ‘টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগের সাথে রাখার দাবিতে সাংবাদিক সম্মেলনে’ সংগঠনটির নেতারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে টাঙ্গাইল নাগরিক কমিটির সদস্যসচিব লায়ন মো. নজরুল ইসলাম বলেন, ‘গত ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় ময়মনসিংহকে নতুন বিভাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহত্তর ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের বিভাগ বাস্তবায়নের দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রীকে আমরা টাঙ্গাইলবাসী আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। তবে আমরা টাঙ্গাইলবাসী ঢাকা বিভাগের সঙ্গেই যুক্ত থাকতে চাই।’
তিনি আরো বলেন, ‘টাঙ্গাইল অঞ্চল ১৬০৮ খ্রিষ্টাব্দে ঐতিহাসিক আতিয়া পরগনার অধীনে পৃথক প্রশাসনিক এলাকা হিসেবে আবির্ভূত হয়। ১৯০৬ সালের ১৬ জুন পূর্ববঙ্গ ও আসাম সরকারের গেজেটে উত্তরে মধুপুর ও দক্ষিণে মির্জাপুরকে নিয়ে সীমানা চিহ্নিত করে টাঙ্গাইলকে পৃথক মহকুমা করা হয়। তারই ধারাবাহিকতায় ১৯৬৯ সালের ১ ডিসেম্বর টাঙ্গাইল পূর্ণাঙ্গ জেলায় রূপান্তর হয়। উত্তরবঙ্গের প্রবেশমুখ বঙ্গবন্ধু সেতু টাঙ্গাইল ও উত্তরবঙ্গকে সংযুক্ত করেছে। তা ছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সর্বশেষ মাস্টারপ্ল্যানের মাধ্যমে তাদের সীমানা ১৫২৮ বর্গকিলোমিটার বিস্তৃত করে চন্দ্রা পর্যন্ত চিহ্নিত করেছে। চন্দ্রা থেকে মাত্র ৮ কিলোমিটার দূরেই টাঙ্গাইল জেলার সীমানা। সেখান থেকে ময়মনসিংহের দূরত্ব ১১০ কিলোমিটারেও বেশি।’
তিনি আরো বলেন, ‘এ ছাড়া বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং কৃষি তথ্যমতে, লোকসংখ্যা ও আয়তনে বৃহত্তর ময়মনসিংহ জেলার ১২টি উপজেলা রয়েছে এবং জেলার আয়তন ৪৩৯৬ বর্গকিলোমিটার। পক্ষান্তরে টাঙ্গাইল জেলায়ও ১২ উপজেলা রয়েছে এবং জেলার আয়তন ৩৪১৪ বর্গকিলোমিটার। টাঙ্গাইল জেলা যদি বৃহত্তর ঢাকার সঙ্গে যুক্ত হয় তবে মোট আয়তন দাঁড়ায় ৭৪৯০+৩৪১৪ =১০,৯০৪ বর্গকিলোমিটার। আর টাঙ্গাইল জেলা যদি বৃহত্তর ময়মনসিংহ জেলার সঙ্গে নাও থাকে, তবে প্রস্তাবিত ময়মনসিংহ বিভাগের আয়তন দাঁড়ায় ১৬৭৬৯ - ৩৪১৪ = ১৩,৩৫৫ বর্গকিলোমিটার। অর্থাৎ ময়মনসিংহের সঙ্গে টাঙ্গাইল যুক্ত না থাকলেও এর আয়তন বৃহত্তর ঢাকার চেয়ে (টাঙ্গাইল যুক্ত অবস্থায়) ২৪৫১ বর্গকিলোমিটার বেশি থাকে।’
গত শুক্রবার আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক টাঙ্গাইলকে ঢাকা বিভাগের সঙ্গেই রাখার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে টাঙ্গাইলবাসীর আন্দোলনের চিত্র তুলে ধরেন বলে জানান নজরুল ইসলাম।
এ ছাড়া টাঙ্গাইলকে ঢাকার সঙ্গে রাখার দাবিতে টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুকের নেতৃত্বে জেলার সব রাজনৈতিক দল, ব্যবসায়ী, সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষাবিদসহ সবাই সর্বাত্মকভাবে এই আন্দোলনের সঙ্গে থেকে একাত্মতা প্রকাশ করেছেন এবং কর্মসূচিও পালন করছেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পেশাজীবী সমন্বয় পরিষদের সদস্যসচিব ডা. কামরুল হাসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল আজিজ, ব্যুরো বাংলাদেশের প্রধান নির্বাহী জাকির হোসেন, ঢাকাস্থ টাঙ্গাইল সাংবাদিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক আবদুল গাফফার মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক শাজাহান মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি আনোয়ার হোসাইন সাগর, নাজমুল হাসান, ফোজায়েল আহমেদ পরাগ প্রমুখ।
রাইজিংবিডি/ঢাকা/৯ ফেব্রুয়ারি ২০১৫/নাসির/সাইফুল/এএ
রাইজিংবিডি.কম