ঢাকা     শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

ঢামেকে কিশোরীকে নিয়ে বিপাকে চিকিৎসকরা

সজীব/বাপ্পা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২০, ৩১ আগস্ট ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢামেকে কিশোরীকে নিয়ে বিপাকে চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন এক কিশোরীকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিতে পুলিশের সহযোগিতা চেয়েছেন হাসপাতালের চিকিৎসকগণ।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট পল্লবী এলাকা থেকে আহত অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন পল্লবী থানার এসআই শহিদুল্লাহ। হাসপাতালের ২১২ নম্বর গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয় তাকে।

 

হাসপাতালে কর্তব্যরত পুলিশের এসআই নাসরিন সুলতানা জানান, ভর্তি করার পর থেকে এখন পর্যন্ত কোনো আত্মীয়স্বজন তার খোঁজ নিতে আসেনি।

 

হাসপাতালের চিকিৎসকরা জানান, ওই কিশোরী চিকিৎসক, নার্স এবং ওয়ার্ড বয়দের সঙ্গে দুর্ব্যবহার করে, মারধর করতে তেড়ে আসে। অন্যান্য রোগী ও তাদের স্বজনদের সঙ্গেও একই ধরনের আচরণ করে। এসব কারণে ওই কিশোরীকে নিয়ে বিপাকে পড়েছেন চিকিৎসরা।

 

তারা বলছেন, পুলিশ খোঁজখবর নিয়ে মেয়েটির পিতা-মাতা বা তার ঠিকানা জানাতে পারলে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে পরিবারের কাছে দেওয়ার ব্যবস্থা করতাম।

 

চিকিৎসকরা জানান, মেয়েটি মাঝে মাঝেই ইংরেজিতে কথা বলে এবং ইংরেজিতেই গালিগালাজ করে। সে কোনো ভালো স্কুলে লেখাপড়া করেছে বলে মনে হচ্ছে।

 

মেয়েটি বলেছে, তার নাম তানিয়া (১৫)। পিতার নাম আবুল বাশার। গ্রামের বাড়ি মাদারীপুর।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩১ আগস্ট ২০১৫/সজীব/বাপ্পা/শাহনেওয়াজ/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়