ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাতীয় পার্টির দুই নেতা ঢাকাকে নোংরা করছে : আনিসুল হক

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫০, ১২ মে ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতীয় পার্টির দুই নেতা ঢাকাকে নোংরা করছে : আনিসুল হক

মেয়র আনিসুল হক

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির দুই নেতা ঢাকাকে নোংরা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।

 

বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১০টা ‘আমরা ঢাকা’ এর ফেসবুক পেজের মাধ্যমে ‘ফেসবুক লাইভ’-এ তিনি জামাল উদ্দিন নামের একজনের প্রশ্নের জবাবে এ অভিযোগ করেন।

 

আনিসুল হক বলেন, ‘আমরা শহরটাকে একটু ভালো করার চেষ্টা করছি। একটু সুন্দর করার চেষ্টা করছি। জাতীয় পার্টির বড় বড় ব্যানার নতুন রং করা ফুট ওভার ব্রিজে লাগিয়ে দিয়েছে।’

 

যারা রাস্তায় পোস্টার লাগায়, অবৈধ বিলবোর্ড লাগায়, ফুটওভার ব্রিজ কাজে লাগিয়ে নিজেদের প্রচার করে তাদের নিন্দা জানান মেয়র আনিসুল হক। একই সঙ্গে তাদের এসব অবৈধ কাজের জন্য সবাইকে সোচ্চার হতে আহ্বান জানান তিনি।

 

জাতীয় পার্টিকে সরকারের সহযোগী ও বন্ধু উল্লেখ করে এই মেয়র বলেন, আমাদের যেমন দায়িত্ব আছে শহর পরিষ্কার রাখার, জাতীর পার্টির যারা নেতৃত্ব দিতে চায় তাদেরও তেমন দায়িত্ব আছে। আগামী ২/১ দিনে মধ্যে পোস্টার ও অবৈধ বিলবোর্ড সরিয়ে নেওয়ার আহ্বান জানান।

 

তবে জাতীয় পার্টির কোন কোন নেতা ঢাকা নোংরা করেছেন তাদের নাম উল্লেখ করেননি মেয়র আনিসুল হক।

   

 

রাইজিংবিডি/ঢাকা/১২ মে ২০১৬/আরিফ সাওন/রফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়