ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নৌকাডুবিতে একই পরিবারের ৬ জনের প্রানহানি

সেন্ট্রাল ডেস্ক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৫, ২২ ডিসেম্বর ২০১২   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নৌকাডুবিতে একই পরিবারের ৬ জনের প্রানহানি

মাগুরা, ২২ ডিসেম্বর (রাইজিংবিডি টোয়েন্টিফোর ডটকম): মাগুরায় গভীর রাতে ঘন কুয়াশার মধ্যে নৌকা ডুবে একই পরিবারের ছয় জনের প্রাণহানি ঘটেছে।সদর থানার উপ পরিদর্শক (এসআই) লিটন কুমার জানান, শুক্রবার রাত ২টার দিকে সদর উপজেলার বুজরুক শ্রীকুন্ডি গ্রামে নবগঙ্গা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, নবগঙ্গার ওপারে বড়ই গ্রামে কির্তন শুনে রাত ২টার দিকে নৌকায় করে বাড়ি ফিরছিলেন শ্রীকুন্ডি গ্রামের ১২ জন। কিন্তু মাঝ নদীতে ঘন কুয়াশার মধ্যে নৌকাটি হঠাৎ কাত হয়ে উল্টে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে গ্রামবাসী রাতেই উদ্ধার কাজ শুরু করে। ভোর রাতে ব্রিজিত প্রামাণিক (৬৫) নামে একজনের লাশ পাওয়া যায়, সকালে পাওয়া যায় আরো পাঁচজনের মৃতদেহ।

এরা হলেন- নিরাপদ প্রামাণিক (৬০), তার ছোট ভাই প্রোজিত প্রামাণিক (৫৭), নিরাপদের নাতি দীপ্ত (১০), বিজিত প্রামাণিকের ছেলে উত্তম প্রামাণিক (৩৭) ও ভাইয়ের স্ত্রী কাজলী মন্ডল (৪৫)।

এসআই লিটন বলেন , ছোট নৌকায় বেশি লোক ওঠায় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়দের ধারণা। আর শীতের মধ্যে সবার পরনেই মোটা কাপড় থাকায় পানিতে পড়ার সঙ্গে সঙ্গে তা ভিজে ভারি হয়ে যায়। ফলে সাঁতার জানলেও অনেকে তীরে পৌঁছানোর আগেই ডুবে যান।

নৌকার আরোহীদের মধ্যে কয়েকজন সাঁতরে তীরে ওঠেন। বাকিদের উদ্ধার করে এলাকাবাসী। সদর উপজেলার নির্বাহী কর্মকর্মা তদিবুর রহমান খবর পেয়ে ভোররাতেই ঘটনাস্থলে উপস্থিত হন এবং উদ্ধার কাজের তদারক করেন।

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়