ঢাকা     মঙ্গলবার   ২১ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

এমপিওভুক্তির দাবিতে ষষ্ঠ দিনেও অবস্থান কর্মসূচি

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৯, ১৩ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এমপিওভুক্তির দাবিতে ষষ্ঠ দিনেও অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ষষ্ঠ দিনের মতো এ কর্মসূচি পালন করছে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ফেডারেশন।

অবস্থানকালে শিক্ষক নেতারা বলেন, বাংলাদেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার ৯৮ শতাংশ বেসরকারি ব্যবস্থাপনা নির্ভর। দেশে ৫-৬ হাজারের বেশি স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির অপেক্ষায় আছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ৮০ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী ২০ লাখের অধিক শিক্ষার্থীদের পাঠদান করেন। কিন্তু দীর্ঘ ১০-১৫ বছর বা তারও বেশি দিন বিনা বেতনে এ সব শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবন-যাপন করছে। ফলে এ সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষাদান কঠিন হয়ে পড়েছে।

অবিলম্বে স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করার দাবি জানান নেতারা।

অবস্থান কর্মসূচিতে সংগঠনের সভাপতি অধ্যক্ষ মো. এরশাদ আলী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়সহ বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষক-কর্মচারীরা ছিলেন।

এদিকে কর্মসূচি পালনকালে নওগাঁ জেলার মহাদেবপুর থানার বিনোদপুর দাখিল মাদ্রাসার শিক্ষক মোস্তাকিম হোসেন হঠাৎ  অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। কর্মসূচি পালনকালে এভাবে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি করেন তারা।

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ জানুয়ারি ২০১৭/মামুন খান/এসএন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়