ঢাকা     সোমবার   ১৭ জুন ২০২৪ ||  আষাঢ় ৩ ১৪৩১

রাজধানীতে গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২০, ২৮ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীতে গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁও থানা এলাকায় তুহিন আফরোজ মান্না নামের এক গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বলা হচ্ছে, তিনি আত্মহনন করেছেন।

তার স্বজনরা বলেছেন, তুহিনের স্বামীর নাম সিরাজুল ইসলাম। তিনি রাজধানীর কাঠালবাগান এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারে ম্যানেজার হিসেবে কাজ করেন।

তুহিন আফরোজের ভাগিনা শুভ বলেন, ‘সিরাজুল ইসলাম যে অফিসে কাজ করেন সেখানে একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এ নিয়ে সিরাজুল-তুহিনের সংসারে বেশ কিছু দিন ধরে ঝগড়া-বিবাদ চলছিল। মাঝে মধ্যে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটত।’

শুভ বলেন, ‘তুহিন আফরোজ মঙ্গলবার বাসায় একা ছিলেন। দুপুর থেকে তিনি ফোন না ধরায় বিকেল সাড়ে ৩টার দিকে বাসায় গিয়ে দেখি ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলছেন। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে ৫টায় তাকে মৃত ঘোষণা করেন।’

লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক বাচ্চু মিয়া।



রাইজিংবিডি/ঢাকা/২৮ ফেব্রুয়ারি ২০১৭/নূর/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়