ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

বৃদ্ধাকে নির্যাতন: সেই গৃহকর্মীর ১০ দিন রিমান্ড চায় পুলিশ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৫, ২২ জানুয়ারি ২০২১   আপডেট: ১৫:১৭, ২২ জানুয়ারি ২০২১
বৃদ্ধাকে নির্যাতন: সেই গৃহকর্মীর ১০ দিন রিমান্ড চায় পুলিশ 

মালিবাগে বৃদ্ধাকে নির্যাতনের ঘটনায় গৃহকর্মী রেখার ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

শুক্রবার (২২ জানুয়ারি)  দুপুরে তাকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

ওসি শহিদুল ইসলাম রাইজিংবিডিকে জানান, শুক্রবার বিকেলে রিমান্ড শুনানি হবে। মূলত এই বাসা ছাড়াও আর কোথাও এর আগে রেখা এরকম ঘটনা  ঘটিয়েছে কিনা, তার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা— এই সন্দেহে মূলত রিমান্ড চাওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২১ জানুয়ারি)  ভোরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থেকে রেখাকে স্বামীসহ গ্রেপ্তার করে শাহজাহানপুর থানা পুলিশ। তাকে ঢাকায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় ওই বাসা থেকে লুণ্ঠন করা টাকা, স্বর্ণালংকার জব্দ করে পুলিশ।

এর আগে ওই বাসায় বৃদ্ধাকে দেখাশোনার দায়িত্বে ছিল রেখা।  এ সুযোগে বৃদ্ধাকে একা পেয়ে সে তার সেবা-যত্ন করার নামে শরীরের উপর বসে, বাথরুমে নিয়ে শীতের দিনে ঠাণ্ডা পানি ঢেলে নির্যাতন করে। একপর্যায়ে বৃদ্ধা বাথরুম থেকে বের হয়ে আসলেও তারই ব্যবহৃত হাতের ছরি (লাঠি)  দিয়ে রেখা ওই বৃদ্ধাকে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় নির্দয়ভাবে আঘাত করে।  এরপর আলমারি থেকে স্বর্ণ ও টাকা লুট করে সে পালিয়ে যায়। যা ধরা পড়ে বাসায় ধারণ করা সিসি ক্যামেরার ফুটেজে। এরপরই পুলিশ রেখাকে গ্রেপ্তারে তৎপর হয়ে ওঠে।

ঢাকা/মাকসুদ/বুলাকী 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়