ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

লকডাউন ঘোষণা নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১২, ৩ এপ্রিল ২০২১   আপডেট: ১৬:৫৪, ৩ এপ্রিল ২০২১

আগামী ৫ এপ্রিল থেকে সারা দেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

এ বিষয়ে শনিবার (৩ এপ্রিল) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিরাজমান করোনা পরিস্থিতিতে ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিস্তারিত সিদ্ধান্ত আজ সন্ধ্যার মধ‌্যে জানানো হবে। তবে শিল্প-কলকারখানা শর্তসাপেক্ষে চালু থাকতে পারে।’ 

সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘একশ্রেণির লোক আছে যারা রমজান এলে দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়। যা শাস্তিযোগ্য অপরাধ। অহেতুক মূল্য বৃদ্ধি ও মজুদদার নিয়ন্ত্রণে সরকার সতর্ক রয়েছে। ইতিমধ্যে সরকার দ্রব্যমূল্য নির্ধারণ করে দিয়েছে। যথাযথ মনিটরিংয়ের ব্যবস্থা রেখেছে। বাজার অস্থির করার কোনো ষড়যন্ত্র সরকার মেনে নেবে না।’ 

বিএনপি মিডিয়ায় ঝড় তোলা ছাড়া করোনা মহামারিতে জনগণের পাশে দাঁড়ায়নি দাবি করে সেতুমন্ত্রী বলেন, ‘সরকারের অন্ধ সমালোচনা ও মিথ্যাচার করায় তাদের করোনাকালীন সফলতা। তারা সরকারের কোনো উদ্যোগ চোখে দেখতে পায় না। এই মহামারিতে মানুষের পাশে দাঁড়ানোর ন্যূনতম মূল্যবোধ তারা হারিয়ে ফেলেছে।’

জনগণের সম্পদ বিনষ্ট ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে বিএনপি এবং তার সহযোগীরা যে তাণ্ডবলীলা চালিয়েছে তার জন্য বিএনপিকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আন্দোলনের নামে জনগণের ওপর প্রতিশোধ নেওয়া তাদের কৌশল। জনগণ সঠিক সময়ে তাদের এই অপকৌশলের জবাব দেবে।’

দ্বিগুণ ভাড়া আদায়ের বিষয়ে দূরপাল্লার মালিক-শ্রমিকদের উদ্দেশ‌্যে তিনি বলেন, ‘দুর্ভোগের মধ্যে জনগণের দুর্ভোগ আর বাড়াবেন না। বিআরটিএ-কে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হলো।’
ওবায়দুল কাদের বলেন, ‘অনেকেই মাস্ক পড়ছেন না এবং স্বাস্থ্যবিধি মেনে রাস্তায় বের হচ্ছেন না। এভাবে চলতে থাকলে করোনায় মৃত্যুর মিছিল ঠেকানো যাবে না। প্রধানমন্ত্রীর ১৮ দফা নির্দেশ মেনে চলতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’

পারভেজ/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়