ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনায় আক্রান্ত হয়ে তসলিমা নাসরিন যা বললেন

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫২, ৯ মে ২০২১   আপডেট: ১৭:৫২, ৯ মে ২০২১
করোনায় আক্রান্ত হয়ে তসলিমা নাসরিন যা বললেন

তসলিমা নাসরিন (ছবি: ফেসবুক)

ভারতে বসবাসরত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  রোববার (৯ মে) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন।

রাইজিংবিডির পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।

আরো পড়ুন:

‘আমি চিরকালই বড় দুর্ভাগা।  এই যে গত বছরের মার্চ মাস থেকে  একা আছি ঘরে, একখানা ইন্ডোর ক্যাট সঙ্গী, কোথাও এক পা বেরোলাম না, কাউকে ঘরে ঢুকতে দিলাম না, রান্না বান্না বাসন মাজা কাপড় কাচা  ঝাড়ু  মোছা  সব একাই করলাম, কী লাভ হলো? কিছুই না। ঠিকই কোভিড হলো। গত এক বছরে শুধু একবার এক ঘণ্টার জন্য বাইরে বেরিয়েছিলাম, তাও দু’মাস আগে, টিকার প্রথম ডোজ নিতে। ওই ডোজটি  কিছু অ্যান্টিবডি তৈরি করেছিল বলে হয়তো এ যাত্রা বেঁচে গেছি। 

তসলিমা নাসরিনের ফেসবুক স্ট্যাটাস

আমি চিরকালই বড় দুর্ভাগা। এক এক করে যদি লিখি কী কী ঘটেছে জীবনে যা ঘটার কথা ছিল না, তাহলে তালিকা এত দীর্ঘ হবে যে পড়ে কেউ কূল পাবে না। আপাতত কোভিড হওয়ার দুঃখটাই থাক। দুঃখ থাকাও হয়তো ঠিক নয়। কারণ ধীরে ধীরে আমি সুস্থ হয়ে উঠছি।  কিন্তু হাজারো মানুষ যারা সুস্থ হতে পারেনি! যারা শ্বাস নিতে আপ্রাণ চেষ্টা করেছে কিন্তু পারেনি শ্বাস নিতে! দুঃখগুলো বরং তাদের জন্য থাক। এখন এইটুকু অন্তত ভালো লাগছে, এটি আর স্টিগমা নয় আগের মতো।  কারো কোভিড হলে সে লুকিয়ে রাখতো খবর, কারণ কোভিড হওয়াটা অনেকটা ছিল এইডস হওয়ার মতো।  সমাজ ব্রাত্য করে দিত।  এক বছরে এত মানুষকে ধরেছে এই কোভিড, এতে, ভালো, যে,  স্টিগমাটা গেছে।  কেউ আর বলতে দ্বিধা করেনা যে তার কোভিড হয়েছে’।

ঢাকা/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়