ঢাকা     মঙ্গলবার   ০৭ মে ২০২৪ ||  বৈশাখ ২৪ ১৪৩১

লকডাউন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

জ‌্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪২, ২৩ মে ২০২১   আপডেট: ১২:০৬, ২৩ মে ২০২১
লকডাউন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ২৩ মে মধ‌্য রাত থেকে ৩০ মে পর্যন্ত চলমান লকডাউন থাকবে। তবে এ সময় আন্তঃজেলার বাস আসন সংখ‌্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। 

রোববার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ বহাল থাকবে।

এতে আরও বলা হয়, আন্তঃজেলার সব ধরনের গণপরিবহন আসন সংখ‌্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে অবশ‌্যই যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরাসহ স্বাস্থ‌্যবিধি মানতে হবে। হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকানে আসন সংখ‌্যার অর্ধেক ক্রেতাকে সেবা দেওয়া যাবে। 

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের চলমান বিধিনিষেধ রোববার (২৩) মে শেষ হচ্ছে। চলতি বছর প্রথমে ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরও দুদিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। সেটি পরে ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল। এরপর কয়েক দফা বাড়িয়ে ২৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল।
 

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়