ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সৌদির সঙ্গে চুক্তির ওপর নির্ভর করছে বাংলাদেশিদের হজ

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ২৭ জানুয়ারি ২০২২  
সৌদির সঙ্গে চুক্তির ওপর নির্ভর করছে বাংলাদেশিদের হজ

ফাইল ফটো

ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ‘বিশ্বের অন্যান্য মুসলিম দেশের মতো বাংলাদেশের হাজিরা ২০২২ সালের হজে অংশ নিতে পারবেন কি না, তা নির্ভর করছে বাংলাদেশ সরকারের সঙ্গে সৌদি সরকারের হজ চুক্তির ওপর। দ্বিপাক্ষিক হজ চুক্তি হলে বাংলাদেশ থেকে কতজন হজ পালনের সুযোগ পাবেন, তা জানা যাবে। বাংলাদেশ এ বিষয়ে সৌদি সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে।’

বুধবার (২৬ জানুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের লিখিত প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী জানান,
অনিয়মের কারণে গত ৫ বছরে চার হজ এজেন্সির লাইসেন্স বাতিল ও ৩৬ এজেন্সিকে ৪৩ লাখ ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, জাতীয় হজ ও ওমরাহ নীতিতে অনিয়মের কারণে কোনো হজ এজেন্সিকে কালো তালিকাভুক্ত করার বিধান নেই। তাই, গত পাঁচ বছরে কোনো হজ এজেন্সিকে কালো তালিকাভুক্ত করা হয়নি। তবে, ২০১৯ সালে হজে অনিয়মের কারণে চারটি এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। ৩৬টি হজ এজেন্সিকে মোট ৪৩ লাখ ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। গত ২৪ জুন হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১ গেজেট আকারে প্রকাশিত হয়। কোনো এজেন্সির বিরুদ্ধে অনিয়ম উত্থাপিত হলে প্রণীত আইন অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়