লতা মঙ্গেশকরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুত গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৬ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, এই সুরসম্রাজ্ঞীর মৃত্যুত উপমহাদেশের সঙ্গীতাঙ্গনে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো।
তিনি আরও বলেন, লতা মঙ্গেশকর তার কর্মের মধ্য দিয়ে চিরদিন এ অঞ্চলের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।
প্রধানমন্ত্রী তার আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৯২ বছর।
সূত্র: বাসস
/এসবি/