ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

ঈদের তিনদিন রাজধানীতে গ্যাসের সংকট থাকতে পারে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৬, ১ মে ২০২২  
ঈদের তিনদিন রাজধানীতে গ্যাসের সংকট থাকতে পারে

আগামী ৩ মে (মঙ্গলবার) থেকে ৫ মে (বৃহস্পতিবার) পর্যন্ত ঢাকার পশ্চিমাংশে গ্যাসের সংকট থাকতে পারে। একদিকে গাবতলী সেতুর ওপারে গ্যাস থাকবে বন্ধ, অন্যদিকে রাজধানীর ধানমন্ডি, মিরপুরসহ কিছু এলাকায় গ্যাসের স্বল্পতা থাকতে পারে।

তিতাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্যাসের সঞ্চালন ও বিতরণ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৩ মে রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা আমিন বাজার, হেমায়েতপুর, সাভার, সাভার ইপিজেড, আশুলিয়া, মানিকগঞ্জ, ধামরাই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

একই সময়ে গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর, মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে বলে তিতাস জানায়।

৫ মে (বৃহস্পতিবার) রাত ১০টার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে তিতাসের এক কর্মকর্তা জানিয়েছেন।

ঢাকা/হাসান/এমএম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়