ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সীতাকুণ্ডে যাচ্ছে ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ দল 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৮, ৫ জুন ২০২২   আপডেট: ১৩:৫০, ৫ জুন ২০২২
সীতাকুণ্ডে যাচ্ছে ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ দল 

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুনে এখন পর্যন্ত ৩৭ জন মারা গেছেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৪ জনের বিশেষজ্ঞ দল হ্যাজমেট ঘটনাস্থলে যাচ্ছে। 

রোববার (৫ জুন) দুপুরে সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন, রোববার সকালে দলটি সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা সেখানে আগুন কীভাবে দ্রুত নেভানো যায়, আগুন লাগার কারণ, আগুনের তীব্রতার কারণসহ নানা বিষয় খতিয়ে দেখবে। সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মো. মনির হোসেনের এই দলের নেতৃত্বে রয়েছেন। 

আরো পড়ুন:

উল্লেখ্য, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সোনাইছড়ির কদমরসুল এলাকায় অবস্থিত ওই কনটেইনার ডিপোতে রাতে আমদানিকৃত একটি কনটেইনার থেকে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই তা বিভিন্ন কনটেইনারে ছড়িয়ে পড়ে। আগুনে ৩৭ জন মারা যান। এরমধ্যে ৫ জন ফায়ার সার্ভিসের কর্মী। এছাড়া, এক পুলিশ কনস্টেবলের পা বিচ্ছিন্নসহ অন্তত নয় পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন: সীতাকুণ্ডে আগুন: দুই ফায়ারকর্মীর লাশ উদ্ধার

ফোনে বাঁচাও বাঁচাও চিৎকার করতে করতে পুড়ে অঙ্গার মোমিনুল

আগুনের লাইভ করছিল, বিস্ফোরণে উড়ে গেল তরুণ

আগুন জ্বলছে, ফায়ার সার্ভিসের অসহায় আত্মসমর্পণ!

দগ্ধদের উদ্ধার ও হাসপাতালে পাঠাতে সহায়তা করছে র‌্যাব

সীতাকুণ্ডে আগুন: উদ্ধার কাজে স্বেচ্ছাসেবী ও স্থানীয়রা

সীতাকুণ্ডে যাচ্ছে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল

সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩৩

সীতাকুণ্ডে ফেসবুকে লাইভ করা অলিউর মৌলভীবাজারের ছেলে 

ঢাকা/মাকসুদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়