ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৫ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি কৃষি মার্কেটের আগুন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৮, ১৪ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ০৯:২৮, ১৪ সেপ্টেম্বর ২০২৩
৫ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি কৃষি মার্কেটের আগুন

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে লাগা ভয়াবহ আগুন ৫ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে দেখা গেছে ফায়ার সার্ভিসকে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, টিনশেড ঘরগুলোর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময় আগুন জ্বলে উঠছে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। আগুন যাতে অন্য কোথাও ছড়িয়ে না যায় আমরা এখন সেই চেষ্টায় করছি।

আরো পড়ুন:

প্রসঙ্গত, গতকাল বুধবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটের দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে মোহাম্মদপুর, হাজারীবাগ, কল্যাণপুর ও সদর দপ্তর থেকে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

খোঁজ নিয়ে জানা গেছে, পানির সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। আগুন নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও কাজ করছে। ইতোমধ্যে আগুনে কয়েকশ দোকান পুড়ে গেছে।

আরও পড়ুন : আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তায় সেনা, নৌ ও বিমান বাহিনী

মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট 

ঢাকা/মাকসুদ/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়