ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কেরানীগঞ্জে স্টিলের বিম পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ২২:৫৪, ২৭ ডিসেম্বর ২০২৩  
কেরানীগঞ্জে স্টিলের বিম পড়ে শ্রমিকের মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার বন্ডাকপাড়া এলাকায় একটি স্টিল মিলে স্টিলের বিম পড়ে আতিকুর রহমান (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনাটি ঘটে। 

নিহত আতিকুর রহমানের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ সদরে। তিনি কদমতলীর বন্ডাকপাড়ায় ভাড়া থাকতেন।

ঢামেকে নিয়ে আসা নিহতের সহকর্মী আমির হোসেন বলেন, কেরানীগঞ্জের বন্ডাকপাড়ায় ‘স্টিল সলিউশন’ নামে একটি স্টিল মিলের কারখানায় কর্মচারী হিসেবে কাজ করি আমরা। ওই মিলে স্টিলের বিম তৈরির কাজ চলছিল। হঠাৎ অসাবধানতাবশত একটি স্টিলের বিম আতিকুরের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে  ঢাকা মেডিকেলে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

ঢাকা/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়