ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৫, ১১ এপ্রিল ২০২৪  
যেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া

আজ পবিত্র ঈদুল ফিতর। সারাদেশে বিরাজ করছে উৎসবের আমেজ। আবহাওয়া অফিস বলছে, এই উৎসবে বৃষ্টি কিংবা তাপপ্রবাহের বাগড়া দেওয়ার আশঙ্কা নেই।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ সারা দেশের আকাশ বৃহস্পতিবার (১১ এপ্রিল) প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন কোথাও বৃষ্টির শঙ্কা নেই।

আরো পড়ুন:

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, বৃহস্পতিবার ঈদের দিন ঢাকাসহ সারা দেশের আকাশ কিছুটা মেঘলা থাকবে। গুমোট আবহাওয়া থাকবে। রাজধানীসহ দেশের কোথাও বৃষ্টি কিংবা কালবৈশাখী ঝড় হওয়ার হওয়ার সম্ভাবনা নেই।

তিনি বলেন, মূলত পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে, পশ্চিমবঙ্গ এবং সংযুক্ত এলাকায় বাতাসে ময়েশ্চারের পরিমাণ বেশি থাকবে। এতে মেঘলা ভাব ও গুমোট আবহাওয়া থাকবে, অনুভূত হবে অস্বস্তি। এ অবস্থা আরও কয়েকদিন বিরাজ করার পরে চলতি মাসের মাঝামাঝি সময়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে। অন্যদিকে বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে।

ঢাকা/হাসান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়