টানা বৃষ্টিতে পানি নিচে নিউমার্কেট এলাকা

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সকাল থেকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়েছে। টানা বৃষ্টিতে ঢাকার নিউমার্কেট এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। মূল সড়কেই জমে গেছে হাঁটু সমান পানি। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
সোমবার (২৭ মে) ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে মিরপুর রোডের চন্দ্রিমা সুপার মার্কেটে, বদরুদ্দোজা মার্কেট, নুরজাহান মার্কেট, গাউছিয়া মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট ও নিউমার্কেটসহ আশপাশের প্রায় রাস্তা পানির নিচে তলিয়ে গেছে।
ধানমন্ডি হকার্স মার্কেটের কাপড় ব্যবসায়ী আজাদ সিকদার জানান, টানা বৃষ্টির জন্য রাস্তাঘাট তলিয়ে গেছে। সকালে দোকান খুললেও এখন পর্যন্ত ক্রেতা আসেননি। সামনের দিকের দোকানগুলোতে পানি ঢুকছে। এখন সবাই মালামাল রক্ষায় ব্যস্ত।
ইসলামপুর কাপড়ের মার্কেট থেকে সকালে ব্যবসায়ীক কাজে নুরজাহান মার্কেটে এসেছেন শরিফুল ইসলাম। বৃষ্টির জন্য কাজ শেষে বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায় তাকে। তিনি জানান, মার্কেটে যাব কিন্তু গাড়ি পাচ্ছি না। সিএনজিচালকরা বেশি ভাড়া চাচ্ছেন। আবার বৃষ্টির জন্য অনেক চালক যেতেও চান না।
ঢাকা কলেজ শিক্ষার্থী শফিক আহমেদ জানান, সকালে অনেক কষ্ট করে কলেজ আসতে হয়েছে। এখন বাসায় যাওয়ার জন্য বাস পাচ্ছি না। এখান থেকে মোহাম্মদপুর রিকশা ভাড়া দ্বিগুণ চাচ্ছে। এত বেশি ভাড়া দিয়ে যাওয়াও সম্ভব না। তাই বাধ্য হয়ে বৃষ্টিতে ভিজে বাসের জন্য অপেক্ষা করছি।
জলাবদ্ধতা সম্পর্কে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৮ ওয়ার্ডের কাউন্সিলর আ স ম ফেরদৌস জানান, নিউমার্কেট, নীলক্ষেত এই অঞ্চলের পানি নামার জন্য বিজিবির সদর দপ্তর দিয়ে একটি নিষ্কাশনের লাইন ছিল। সেটা নিরাপত্তার জন্য তারা বন্ধ করে রেখেছে। আমাদের মেয়র এই বিষয়ে বিজিবির সঙ্গে কথা বলছে। আশা করি আগামী বছর থেকে আর এই অঞ্চলের জলাবদ্ধতা সমস্যা থাকবে না।
রায়হান/এনএইচ
- ৮ মাস আগে রেমালে ক্ষতিগ্রস্তদের জন্য দেড় লাখ ইউরো দিচ্ছে আইরিশ এইড
- ৯ মাস আগে রেমালে ক্ষতিগ্রস্ত ৩০০ মানুষের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ
- ৯ মাস আগে ঘূর্ণিঝড়ে বাগেরহাট উপকূলে ৬৪৪ কোটি টাকার ক্ষতি
- ৯ মাস আগে বাড়ি ফিরেছেন ঘূর্ণিঝড় রেমালে নিখোঁজ ৩ জেলে
- ৯ মাস আগে রেমাল তাণ্ডব: সুন্দরবনে সুপেয় পানির তীব্র সংকট, ঝুঁকিতে বন্যপ্রাণী
- ৯ মাস আগে ঘূর্ণিঝড় রেমাল: সুন্দরবনে মৃত প্রাণীর সংখ্যা বেড়ে ১৩১
- ৯ মাস আগে ঘূর্ণিঝড়ের আগে সুন্দরবনে যাওয়া ৩ জেলে এখনও বাড়ি ফেরেননি
- ৯ মাস আগে বিধ্বস্ত উপকূলে খাবার পানির তীব্র সংকট
- ৯ মাস আগে সুন্দরবনে ১১১ হরিণসহ মৃত প্রাণীর সংখ্যা বেড়ে ১১৯
- ৯ মাস আগে ‘রেমাল’ কী মনে করিয়ে দিলো?
- ৯ মাস আগে সাতক্ষীরার উপকূলে ২৩ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত
- ৯ মাস আগে গোপালগঞ্জে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সেতু ভেঙে দুর্ভোগ
- ৯ মাস আগে ঘূর্ণিঝড় রেমাল: বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলেন ৩ কোটি ৭ লাখ গ্রাহক
- ৯ মাস আগে ক্ষতিগ্রস্ত এলাকা দ্রুত পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
- ৯ মাস আগে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতি ১৭১১০৯ হেক্টর জমির ফসল