ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকায় ৩ দিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা কারফিউ শিথিল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০২, ২৮ জুলাই ২০২৪   আপডেট: ০৮:০৫, ২৮ জুলাই ২০২৪
ঢাকায় ৩ দিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা কারফিউ শিথিল

ফাইল ছবি

আজ রোববার (২৮ জুলাই) থেকে ৩ দিন রাজধানীতে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অর্থাৎ ১১ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। রাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

এছাড়া, গাজীপুর ও নারায়ণগঞ্জেও রোববার, সোমবার ও মঙ্গলবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলেও জানান স্বারষ্ট্রমন্ত্রী। এর আগে, শনিবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯ ঘণ্টা কারফিউ শিথিল ছিল। পরে বিকেল থেকে আবারও শুরু হয় কারফিউ।

আরো পড়ুন:

শিথিলের সময় স্বস্তিতে চলাচল করেন সাধারণ মানুষ। তবে রাজধানীতে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন ছিলো পুলিশ। টহল দেয় সশস্ত্র বাহিনীও। সড়কে গণপরিবহনসহ যান চলাচল ছিল স্বাভাবিক। কারফিউ শিথিলের সময় দোকানপাটেও দেখা গেছে ভিড়।

এদিকে, শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, সরকারি ও বেসরকারি অফিস রোববার সকাল ৯টা থেকে শুরু হবে। অফিস শেষ হবে বিকাল ৩টায়। এই নিয়মে আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে। 

অন্যদিকে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত নতুন সময়সূচিতে চলবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। এই তিনদিন অর্থাৎ ২৮, ২৯ ও ৩০ জুলাই কারফিউ শিথিলের সময় সকাল ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে।

/মাকসুদ/সাইফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়