ঢাকা     বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৩ ১৪৩১

কেন্দ্রীয় শহিদ মিনারে মানুষের ঢল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৪, ৩ আগস্ট ২০২৪   আপডেট: ১৯:১৪, ৩ আগস্ট ২০২৪
কেন্দ্রীয় শহিদ মিনারে মানুষের ঢল

শনিবার বেলা ২টার আগে থেকে আন্দোলনকারীরা জড়ো হতে শুরু করেন কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে

‘সারা দেশে ছাত্র-নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা’ দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় মানুষের ঢল নেমেছে। এখানে ঢোল-খঞ্জনিসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে ‘ভুয়া, ভুয়া’ স্লোগানে মেতেছেন আন্দোলনকারীরা।

শনিবার (৩ আগস্ট) দুপুর থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আন্দোলনকারীদের নেচে-গেয়ে এভাবেই প্রতিবাদী বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। তাদের হাতে দেখা গেছে সরকারবিরোধী বিভিন্ন লেখাসম্বলিত প্ল্যাকার্ড। 

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার বেলা ২টার আগে থেকে আন্দোলনকারীরা জড়ো হতে শুরু করেন কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে। রাজধানীর বিভিন্ন স্থান থেকে দলে দলে মিছিল নিয়ে আসছে মানুষ।

আন্দোলনকারীদের স্লোগানে উত্তাল হয়ে উঠেছে শহিদ মিনার চত্বরসহ আশপাশের এলাকা। আন্দোলনকারীদের সঙ্গে তাল মিলিয়ে রিকশাচালকদেরও স্লোগানে দিতে দেখা যায়। 

এর আগে গতকাল শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এক ভিডিও বার্তায় এ কর্মসূচির ঘোষণা দেন।

একইসঙ্গে রোববার থেকে ‘সর্বাত্মক অসহযোগ কর্মসূচি’ পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা৷

এমএ/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়