ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানের যোদ্ধা-শহীদদের সন্তানরা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৭, ২ মার্চ ২০২৫  
ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানের যোদ্ধা-শহীদদের সন্তানরা

জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধা ও শহীদদের সন্তানরা স্কুলে ভর্তিতে কোটা সুবিধা পাবেন। তাদের জন্য সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে কোটা রাখার নতুন সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা অনুযায়ী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের জন্য ৫ শতাংশ কোটা রাখে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এখন থেকে এই ৫ শতাংশের মধ্যেই যুক্ত হচ্ছে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধা ও শহীদদের সন্তানরা।

আরো পড়ুন:

শিক্ষা মন্ত্রণালয় থেকে সম্প্রতি নতুন এক অফিস আদেশ জারি করে তা বাস্তবায়ন করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আহত বা শহীদ পরিবারের সদস্যদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। ভর্তির সময় মূল কপি দেখাতে হবে।

আদেশ অনুযায়ী, এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যু করা মুক্তিযোদ্ধা সনদ বা জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ শহীদদের গেজেট যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে এসব আসন পূর্ণ করার নির্দেশ দিয়ে আদেশে বলা হয়েছে, কোনো অবস্থাতেই আসন শূন্য রাখা যাবে না।

জুলাই গণঅভ্যুত্থানের আহতদের ‘যোদ্ধা’ ও নিহতদের ‘শহীদ’ এর মর্যাদা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এবার তাদের সন্তানদের ভবিষ্যতের জন্য পদক্ষেপ নেওয়ার উদাহরণ সম্পর্কে জানা গেল।

ঢাকা/হাসান/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়