ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যাত্রীর চাপে টিকিট ছাড়াই চললো মেট্রোরেল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৩, ১২ এপ্রিল ২০২৫  
যাত্রীর চাপে টিকিট ছাড়াই চললো মেট্রোরেল

ফাইল ছবি

রাজধানীর শাহবাগ স্টেশনে যাত্রীদের চাপে মেট্রোরেলে টিকিট ছাড়াই ভ্রমণ করার অনুমতি  দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত প্রায় ঘণ্টাব্যাপী টিকিট ছাড়া প্ল্যাটফরমে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

শনিবার (১২ এপ্রিল) বিকেলে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শেষে মেট্রোরেলে উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। এ সময় শাহবাগ মেট্রো স্টেশনে যাত্রীদের ঢল নামে। এ সময় স্বয়ংক্রিয় গেটের ধীর-স্থিরতায় মানুষের তীব্র জটের সৃষ্টি হয়। তখন বাধ্য হয়ে টিকিট ছাড়া প্ল্যাটফরমে প্রবেশের অনুমতি দেয় কর্তৃপক্ষ।

আরো পড়ুন:

সরেজমিনে দেখা যায়, পুরো প্ল্যাটফরমে মানুষের পা ফেলার জায়গা নেই। কেউ টিকিট কেটে আবার কেউ টিকিট না কেটেও প্ল্যাটফরমে প্রবেশের চেষ্টা করেন।

যাত্রীরা জানান, তারা নিয়মিত চালাফেরা করেন মেট্রোতে। আজ এই স্টেশনে চাপ হবে জানা ছিল। কিন্তু তারপরও অতিরিক্ত ব্যবস্থা বা লোকবল নেয়নি কর্তৃপক্ষ। এতে অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করেন।

আমিনুল ইসলাম নামের একজন যাত্রী বলেন, “মার্চ ফর গাজা কর্মসূচি উপলক্ষে শাহবাগ স্টেশনে চাপ হবে জানা কথা। কিন্তু অতিরিক্ত জনবল কেন কর্তৃপক্ষ নিয়োগ দিলো না সেটা জানতে চাই। আমরা নিয়মিত যাতায়াত করি। আমাদের যে ভোগান্তি হচ্ছে সেটার দায় কর্তৃপক্ষের।”

ঢাকা/হাসান/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়